Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

কবিতাগুচ্ছ ।। অমিতাভ সরকার

 বিশ্ব সঙ্গীত দিবস

অমিতাভ সরকার

 


পৃথিবী শরীর জ্বালা ক্রোধ স্তবপান
বেসুরো অসুখ ছবি এবেলার গান। 
একলা মনের ঘর 
গলা ছেড়ে গান ধর
দুঃখ রোদের ব্যথা প্রেম খানখান। 


উৎসবের দোকানদারি 


সকালের অকালেতে ফোনে বাসা
আশা শুভাকাঙ্ক্ষা।
স্মৃতির ভাঁড়ার ঘর সঞ্চয়ে সাড়া ফেলে যায়।
চেনা অচেনার ভিড়ে আসা-যাওয়া 
ছবি আঁকা সেরা সন্দেশ।
দেখানোর পৃথিবীতে দোকানদারির খেলা বিবেকে।
একলা মনের ঘরে চির অমানবিকতার দর
ভালোবাসা আলো বাঁশি হাসি পেয়ে রেগেমেগে 
ফোনের গরম-ভরে কাজ ছেড়ে  অকাজের ঝাঁপি ভরে চায়।
দেখা চাওয়া ছবি পাওয়া রোদ মাখে আঙুলের চরম অদেখায়।
তবুও চলার বেলা ব্যস্ত  কাজের ধারা মনটা সে
চেনা বাসা পাশে বসা রোজ পেতে চায়।
ছবি পাওয়া ঠিকই চলে।
মন পাওয়া রোজ সেটা না-পাওয়া।
আর কতদিন?



জীবনধারা


 সিলিন্ডারের অক্সিজেন আজ জীবন মেপে রয়।
ছোঁয়াছুঁয়ি ছোঁয়াচে রোগ মনেতে সংশয়।
বাতাসে ভয় মনের পাড়া একলা বিজন সুর,
মুখ ঢাকা মন জীবন ছোটে
তাও সে কি হয় দূর?
মানুষ বোঝে সবটা যোঝে
অবুঝ তাতেও দুখ
একটা তো নাক ডাক না দিলে
বাঁচার আর কি সুখ!


অস্পৃশ্য


আকাশের পথ চলা শেষ হয় আরও একবার।
মনের গহীন কোণে তারাদের তারাবাজি।
নবমীর শেষরাত;  ঝলমলে রোশনাই।  
একলা রাতের চাঁদ ম্লান হয়ে কেঁদে ফিরে যায়।
গ্রহণ লাগলো বলে।
সুরাসুরে ফুটবল খেলা।
পূর্ণিমা রাতে আজ মাটিতেই ওঠানামা 
অসহায় দলে।
জীবনের স্কুলসীটে বরফের শীতলতা।
শীত তো পড়েই গেছে!
আসল পোশাক ছেড়ে কাজগুলো কাজ শেষে দাড়ি টানে অকাজের।
খাদ্যশালায় রোজ খাবারেরা লাইনেই পাত
পাড়ে।
সব্বার খাওয়া ঠিক হয় না।
চাকরি যাবার বেলা লাইনে।
বেলাইনে চলে এসে গাড়ী ঠিক পথ পেয়ে যায়।
জীবন চলার দলে অচলা।
মাস্কগুলো তবু আজ  অধরা।



কথা


এতো বেশি কথা সেটা ভালো কি?
মাড়ি-চোয়ালের ঘষা  লাগছে!
এছাড়া হাওয়াও সেটা চাইই চাই।
ঠোঁটদুটো ওঠানামা কতবার!
মুখদেরও   খাটনি কি খুব কম?
রোজ ওরা সুখে-দুখে বকছে।
এত কথা রোজ রোজ বললে
গলা দিয়ে জল কিসে নামবে?

চারিদিকে এতো এতো চিৎকার।
কত কথা কতদিকে বাজছে।
ফোনেদের ডিউটি তো সবটা।
এদের তো বিশ্রাম দরকার।

পৃথিবী নিজেও ছোট বাচ্চা।
সারাদিন বকা শুনে ধুঁকছে।
অনলাইনেই তার এত ক্লাস।
বেশ কম ছিল অফলাইনেও।
এতো বেশি কথা যদি অকাজে,
গাল,মুখ বিদ্রুপ করবে।
সত্যি যখন কোনো দরকার
কথা নিজে  কারো কানে ঢুকবে?
 
-------------------


 
অমিতাভ সরকার

বারাসাত, উত্তর ২৪ পরগণা

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল