Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

কবিতাগুচ্ছ ।। অমিতাভ সরকার

 বিশ্ব সঙ্গীত দিবস

অমিতাভ সরকার

 


পৃথিবী শরীর জ্বালা ক্রোধ স্তবপান
বেসুরো অসুখ ছবি এবেলার গান। 
একলা মনের ঘর 
গলা ছেড়ে গান ধর
দুঃখ রোদের ব্যথা প্রেম খানখান। 


উৎসবের দোকানদারি 


সকালের অকালেতে ফোনে বাসা
আশা শুভাকাঙ্ক্ষা।
স্মৃতির ভাঁড়ার ঘর সঞ্চয়ে সাড়া ফেলে যায়।
চেনা অচেনার ভিড়ে আসা-যাওয়া 
ছবি আঁকা সেরা সন্দেশ।
দেখানোর পৃথিবীতে দোকানদারির খেলা বিবেকে।
একলা মনের ঘরে চির অমানবিকতার দর
ভালোবাসা আলো বাঁশি হাসি পেয়ে রেগেমেগে 
ফোনের গরম-ভরে কাজ ছেড়ে  অকাজের ঝাঁপি ভরে চায়।
দেখা চাওয়া ছবি পাওয়া রোদ মাখে আঙুলের চরম অদেখায়।
তবুও চলার বেলা ব্যস্ত  কাজের ধারা মনটা সে
চেনা বাসা পাশে বসা রোজ পেতে চায়।
ছবি পাওয়া ঠিকই চলে।
মন পাওয়া রোজ সেটা না-পাওয়া।
আর কতদিন?



জীবনধারা


 সিলিন্ডারের অক্সিজেন আজ জীবন মেপে রয়।
ছোঁয়াছুঁয়ি ছোঁয়াচে রোগ মনেতে সংশয়।
বাতাসে ভয় মনের পাড়া একলা বিজন সুর,
মুখ ঢাকা মন জীবন ছোটে
তাও সে কি হয় দূর?
মানুষ বোঝে সবটা যোঝে
অবুঝ তাতেও দুখ
একটা তো নাক ডাক না দিলে
বাঁচার আর কি সুখ!


অস্পৃশ্য


আকাশের পথ চলা শেষ হয় আরও একবার।
মনের গহীন কোণে তারাদের তারাবাজি।
নবমীর শেষরাত;  ঝলমলে রোশনাই।  
একলা রাতের চাঁদ ম্লান হয়ে কেঁদে ফিরে যায়।
গ্রহণ লাগলো বলে।
সুরাসুরে ফুটবল খেলা।
পূর্ণিমা রাতে আজ মাটিতেই ওঠানামা 
অসহায় দলে।
জীবনের স্কুলসীটে বরফের শীতলতা।
শীত তো পড়েই গেছে!
আসল পোশাক ছেড়ে কাজগুলো কাজ শেষে দাড়ি টানে অকাজের।
খাদ্যশালায় রোজ খাবারেরা লাইনেই পাত
পাড়ে।
সব্বার খাওয়া ঠিক হয় না।
চাকরি যাবার বেলা লাইনে।
বেলাইনে চলে এসে গাড়ী ঠিক পথ পেয়ে যায়।
জীবন চলার দলে অচলা।
মাস্কগুলো তবু আজ  অধরা।



কথা


এতো বেশি কথা সেটা ভালো কি?
মাড়ি-চোয়ালের ঘষা  লাগছে!
এছাড়া হাওয়াও সেটা চাইই চাই।
ঠোঁটদুটো ওঠানামা কতবার!
মুখদেরও   খাটনি কি খুব কম?
রোজ ওরা সুখে-দুখে বকছে।
এত কথা রোজ রোজ বললে
গলা দিয়ে জল কিসে নামবে?

চারিদিকে এতো এতো চিৎকার।
কত কথা কতদিকে বাজছে।
ফোনেদের ডিউটি তো সবটা।
এদের তো বিশ্রাম দরকার।

পৃথিবী নিজেও ছোট বাচ্চা।
সারাদিন বকা শুনে ধুঁকছে।
অনলাইনেই তার এত ক্লাস।
বেশ কম ছিল অফলাইনেও।
এতো বেশি কথা যদি অকাজে,
গাল,মুখ বিদ্রুপ করবে।
সত্যি যখন কোনো দরকার
কথা নিজে  কারো কানে ঢুকবে?
 
-------------------


 
অমিতাভ সরকার

বারাসাত, উত্তর ২৪ পরগণা

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত