কবিতা ।। দুর্গা শংকর ব্যানার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 18, 2021

কবিতা ।। দুর্গা শংকর ব্যানার্জী

 

শপথ
দুর্গা শংকর ব্যানার্জী
 

যদি হতে চাও সফল এ জীবনে,
আজি হতে অলসতা ঝেড়ে ফ্যালো,
ঝাঁপিয়ে পড়ো নিজের কাজে,
জোর দাও আপন মনে।
যেটি তোমার কাজ, তারে তুমি ভালোবাসো, 
পেয়োনা ভয়, পেয়োনা যেন লাজ।
বাধা বিপদ আসতে পারে,
কাটবে সবই মনের জোরে,
শুধু লক্ষ্যে স্থির রেখো পথ,
দেবে পাড়ি এটাই শপথ,
শুধু সঙ্গী হবে ধৈর্য আর বিশ্বাস,
অবশেষে একদিন, বিজয়ীর জয়মাল্য গলে, 
বীর তুমি, পাইবে সম্মান,সফল হবেই হবে,
 মিটিবে তোমার আশ।
-------------------------

দুর্গা শংকর ব্যানার্জী
বারাকপুর
কলকাতা ৭০০১১৯
ফোন নাম্বার ৮৯৮১১৬৭৫৭৯
 

No comments:

Post a Comment