কবিতা ।। রঞ্জন কুমার মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 18, 2021

কবিতা ।। রঞ্জন কুমার মণ্ডল



সবুজের স্নেহ পাশ
প্রাণ ভরে নেই শ্বাস
        জলহাওয়ায় বিরাট অবদান
দিচ্ছে রুখে বায়ুদূষণ
সুপরিবেশ তার আয়োজন
      গাছ চিরন্তন,নিঃস্বার্থ তার দান।

এসো সবাই ভালোবেসে
গাছ লাগাই হেসে হেসে
       নির্মলতায়  ভরুক  পরিবেশ
অক্সিজেন  যোগানদার
দান ফল ফুল, সব তার
      বিরাজ করে সুখ শান্তির রেশ।

থাকলে গাছ মেঘ জমে
বারিধারা  ধরায়  নামে
        ছলাৎ  ছন্দে নদী  বহমান
নদী জলে ভেজা মাটি
সোনার ফসল পরিপাটি
        বসুমাতা আনন্দে গায় গান।

থাকলে গাছ বাড়বে আয়ু
তোমার-আমার  পরমায়ু
        আনন্দেতে  মন সদা ভরপুর
একটি গাছ, একটি প্রাণ
ধ্যান জ্ঞান হোক বৃক্ষরোপণ
       পরিবেশ হোক , শান্ত সুমধুর।
 
                    ------------

No comments:

Post a Comment