কবিতা ।। সুমিত মোদক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 18, 2021

কবিতা ।। সুমিত মোদক





ঝমঝম ঝমঝম বৃষ্টি নিয়ে তুমি ফিরে এসেছিলে
বুকের কাছাকাছি ;
আমি তখন শ্রাবনের স্বরলিপিতে …
সে রাতেই শুনিয়ে ছিলে শ্রীকৃষ্ণকীর্তনের নৌকবিলাস  ;

আমি যমুনা ছুঁতে জানি ;
আমি নদী পার হতে জানি ;
তবুও , তোমার কাছে আত্মসমর্পণ …

জানালা গলে ঢুকে পড়ছে আবেগী শব্দ ,
আদ্র ঘ্রাণ ;
দুটি জোনাকি মিটমিট করে আলো জেলে দেয় 
অন্ধকারের বুক চিরে ;
ওরাও জানে অভিসার ;

আমার বুকের ভিতর এসে বসে জোনাকি দুটি ;
মিটমিট করে জ্বেলে দেয় আলো ,
গোপন প্রেম ;
যে কথা তুমি জানবে না কোনদিন ;
জানবে না শ্রাবনের বৃষ্টি …

শ্রীরাধিকাও জানতো শ্রীকৃষ্ণ ফিরবে না আর তার কাছে ;
তবুও , ভালবেসে গেছে মৃত্যুর আগে পর্যন্ত ;

আমি শ্রীরাধিকা হবো না , হবো না শ্রীকৃষ্ণ ;
কেবল ঝমঝম করে হয়ে উঠবো শ্রাবনের বৃষ্টি ।
--------------- 

No comments:

Post a Comment