Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

কবিতাগুচ্ছ ।। পূর্ণেন্দু মিশ্র

 

 

ঝাউফুল                                                         


ঝাউফুল আমাকে পথ হারালো, 
সে ফুল অন্য ফুলের মতো নয় ।
ওর শরীরে একটা মস্ত চোরাবালি আছে,
বহু টোপ ও ভুয়ো সার্টিফিকেট ।
ওই ফুল আমাকে ফুটপাথে হাঁটিয়ে বলল রাজপথ,
আর আমিও বেমালুম ভুলে সব বিশ্বাস করলাম ।
হলুদ বিকেলকে ভাবলাম দুপুর, 
কসাইকে তান্ত্রিক,চিতাকে যজ্ঞ, 
হেলিকপ্টারকে ফড়িং ।
এমনকি সাদা পাঞ্জাবি পরা নেতাকে ভালো মানুষ ।
কিন্তু ঝাউফুল আমাকে এভাবে ঠকালে,
ফুল হয়েও ঠিক ফুলের মতো ফুটলে না ।।


 অবেলার ঝড় জল                

তুমুল ঝড়, 
মাথা ঝাঁকানো গাছ, 
ডালপালা ভেঙে হলো-
অনাড়ম্বরহীন ।

অবেলায় বৃষ্টি এলো, 
বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি ।
বৃষ্টিতে ভিজতে ভিজতে - 
ভিজতে ভিজতে একটা নৌকো, 
কাগজের নৌকো,
ডুবে গেল কবিতায় ।

মেঘেদের বাড়ি ছুঁয়ে,
ঝরে পড়লো পালক ।
পরজন্ম লোভে , 
টগর ফুলের মতো । 

এবং এক মানুষ, 
একা এক মানুষ, 
ঝড়ে ঘেরা,মিছিল-অবরোধে ঘেরা মানুষ,
অসহায় গন্ধ মেখে,
জল কেটে বাড়ি  ফেরে ।

ওর ভেজা স্নান দৃশ্য রুপোরঙ হয় ।
ওর ভেজা শিরদাঁড়া রুপোকাঠি ।
ওর দুভাগ পিঠ যেন ভূখণ্ড কাঁটাতার ।
যখন টুকরো টুকরো হয়নি কিছুই, 
যখন আদম ইভের প্যানাজিয়া ।
তখনও কি ভীষণ ঝড়জল ছিল ?
পরাজয়, ধ্বংস, ঘৃণার । 


 একটব ফুলচারা


একটব ফুলচারা 
তার মাথার উপরে আকাশ, 
পায়ের নিচে মাটি ।
আর আলাপ বলতে দূরত্ব কথাটি ।।

একটব ফুলচারা,
তার শান্ত আলো মুখ,
ও সবুজ আবির মুঠো,
অবিকল যামিনী রায় চিত্রের মতো ।।

ডান বাঁদিকে তার বাতাস ছুটে , 
ঝড়,দৈন্য,বিপদ মেখে-
তবুও তো হাসে,তবুও তো ফোটায় ফুল । 
কাঠখোট্টা এ বিপদসঙ্কুল ।।

একটব ফুলচারা, 
সে রোজ পায় সার,পায় জল,
পায় সূর্যের নিঃশুল্ক আলো ।
তাই শিকড় ছড়ালো ।।

সে শিকড় কতদূর ছুটে যাবে ?
ভ্যানগঘ গ্রামে?
বদলে জুটে বিষাদটবে ঘেরা । 
সেই বিষাদেই ফোটালো ফুল,
একটব ফুল চারা ।।

================

পূর্ণেন্দু মিশ্র 
আসানসোল 
যোগাযোগ - ৯০৯৩৫২২০৪১ 

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত