কবিতা ।। স্বপন শর্মা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 18, 2021

কবিতা ।। স্বপন শর্মা



তোমার নিথর রূপ দাউদাউ
এক বিরল বয়সিনি উচ্ছ্বলতা পুড়ে ছাই
তোমার চিরসবুজ ডালপালায়
স্নেহার্ত রোদের আশ্রয়ে আটটি সন্তান
                                 বড় হয়ে গেল।
তোমার অন্তঃস্থিত আগুনের আঁচে
সবার ভাবনাকে জ্বালিয়েছ নিরন্তর।

আজ যে বৃষ্টি দিনের স্বপ্ন 
নিজের উদযাপনে মেতে থাকা  
এক জীবনকে প্রত্যাশিত অন্য জীবনের সঙ্গে
                           বিয়ে দেবার জন্য উদ্গ্রীব,
মৃত্যুহীন আবেগ তোমারই সবুজ
বিচ্ছুরিত আলো থেকে পাওয়া ।

একদিকে নিথর দাউদাউ চোখের সামনে
যা থেকে সঞ্চারিত অন্য দাউ দাউ
একদিকে মৃত স্বপ্নেরা যৌবনবতী জাপটে ধরে
অন্য দিকে নিঃস্বতা নাছোড় জোঁকের মতো
অন্তরে আটকে রক্তক্ষরণ ঘটিয়ে চলে
শূন্যতা রাক্ষসের মতো গিলে খেতে আসে । 

----------------------



স্বপন শর্মা/ পালপাড়া পূর্ব/ ডাকঃ চাকদহ/ জেলাঃ নদিয়া(পব)




No comments:

Post a Comment