Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

প্রবন্ধ ।। আত্মহত্যা ।। পিনাকী সরকার



আত্মহত্যা বিষয়টি যারা একেবারে একটা সাধারন ঘটনা বলে মনে করেন আজকের লেখাটা তাদের জন্য প্রতিস্থাপন করা হলো। প্রথমে একটু বলি আত্মহত্যা শব্দটির সৃষ্টি কোথা থেকে হয়েছে, ল্যাটিন ভাষার সুই সিডিআর থেকে আত্মহত্যা শব্দটি এসেছে, যার অর্থ হলো নিজেকে হত্যা করা । পরিসংখ্যান বলছে যে গোটা বিশ্বে বছরে গড় আত্মহত্যা হয় প্রায় আট লাখ এর মতন। সেখানে আমাদের দেশ ভারতেই প্রায় 1 লাখ 35 হাজার আত্মহত্যা ঘটে। আর এর মধ্যে সবথেকে বেশি আত্মহত্যা দেখা যায় ভারতের দক্ষিণের রাজ্য মহারাষ্ট্রে।

জাতীয় ক্রাইম ব্যুরো এর রেকর্ডের পরিসংখ্যানে বলা হয়েছে 2018 সালে ভারতের প্রতি ঘন্টায় ন্যূনতম একজন করে মানুষ আত্মহননের দিকে পা বাড়ায়।ভাবতে অবাক লাগলেও দুই হাজার কুড়ি সালে গোটা ভারতবর্ষে আত্মহত্যার সংখ্যা ছিল 1 লাখ 35 হাজার। এদের মধ্যে 42 হাজার 333 জন মহিলা এবং পুরুষ প্রায় 92 হাজার জন।তবে অবাক করার মত বিষয় হলো মহিলাদের তুলনায় পুরুষদের আত্মহননের প্রবণতা অনেক বেশি।


ভারতে মূলত সুইসাইডের প্রধান কারণ হলো বেকারত্ব। আর ভারতের সবথেকে শিক্ষিত রাজ্য হল কেরল এবং সেই রাজ্যে বেকারের আত্মহত্যা শীর্ষস্থানে অবস্থান করছে। দুই হাজার কুড়ি সালে প্রায় 1.585 জন বেকার আত্মহত্যা করেছিলেন কেরলে। তবে আপনি কি মনে করলেন আমাদের রাজ্য আত্মহত্যার পরিসংখ্যান পিছিয়ে আছে তবে এই ধারণাটি সম্পূর্ণ ভুল কারণ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ নারী আত্মহননে প্রথম স্থান দখল করেছে।এখানে প্রায় ছয় হাজারের বেশি মৃত্যু হয় আর এই আত্ম হাতের মধ্যে 75 ভাগ এর বেশি বয়স হলো 15 থেকে 29 বছর।

তবে গোটা আয়ুষ্কাল ধরে গোটাল ধরে আত্মহত্যা ঘটলেও 15 থেকে 25 বছর পর্যন্ত বয়সে মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ এই আত্মহনন।এই বয়সী দের ক্ষেত্রে সবথেকে বেশি মৃত্যু ঘটে দুর্ঘটনা এবং মানসিক অবসাদ বা অতিরিক্ত চাপের কারণে আবার নিঃসঙ্গতা একটি অন্যতম কারণ।


সুতরাং আপনি যদি একাকীত্ব বোধ করেনবা কাজের অতিরিক্ত প্রেসার মনে করেন তবে আপনি আপনার প্রিয়জনের সাথে কথা বলুন এবং বেড়াতে যান ও পুরাতন অভ্যাস বদলে ফেলুন দেখবেন আপনি অনেক সুস্থ হয়ে উঠেছেন সুতরাং আত্মহননের মতন পাপ কাজে লিপ্ত না হয় নিজেকে ভালোবাসতে শিখুন দেখবেন একদিন সারা পৃথিবী আপনাকে ভালোবাসবে। আর আত্যহত্য হলো ভীরু তার পরিচয় আর সংগ্রাম করে বেঁচে থাকা হলো সাহসিকতার পরিচয় আপনি কোন পদ গ্রহণ করবেন বা কোন দিকে অগ্রসর হলে আপনি জীবনের সফলতা জায়গাতে উঠতে পারবেন তা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ।
 
-----------------------------

পিনাকী সরকার,  বসিরহাট. উঃ ২৪ পরগনা. পশ্চিমবঙ্গ.

ইমেইল- pinakisarkar878@gmail.com

মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩