কবিতা ।। অন্তর-সংলাপ ।। সুজিত রেজ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 18, 2021

কবিতা ।। অন্তর-সংলাপ ।। সুজিত রেজ




সারা ঘর জুড়ে তুমি তুমি গন্ধ। জামার কলারে ঘষা খুসকির চারকোল কাঁটা। এই যে এতকাল পথহীন পথ হাঁটা, বিফল তো নয় সব। খাতাবুকে লিখে রাখো এইসব নীরব কলরব।

তোমার অগোছালো আঁচলের নভোনীলে, ক্লান্ত তারার ডুবসাঁতার। শিউলি সকাল দেয় উঁকি, এরপর আমি আর ঘুমোতে পারি কি? এসো মৃত্যু গুছিয়ে রাখি।

শুকতারার সঙ্গে আলাপন সেরে, ভোরের কুয়াশার মতো গলে গলে পড়ে পোড়ো মাটির ভিজে গল্প,তখনও তোমার ওষ্ঠে মোমবাতি জ্বলে, আমি তাকে নেভাই কী করে? দয়া করে বাইরে যেয়ো না, বাতাস বইছে জোরে।

গাছের ডালগুলো নুইয়ে পড়েছে। পাতা নেই, ফুল নেই,তবুও। কিসের ভার বহনে তার এই অনীহা?

--------------------------------- 

সুজিত রেজ
চুঁচুড়া, হুগলি



No comments:

Post a Comment