কবিতা ।। সত্যজিৎ পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 18, 2021

কবিতা ।। সত্যজিৎ পাল



চাকরি যখন হলো না কিছুই
       বেকার দলে লিখেছি নাম।
ক্লাবে আড্ডায় কাটছে সময়,
       ক্লাবই আমার তীর্থ ধাম।

শিক্ষার যোগ্যতা আছে যেটুকু
     সার্টিফিকেটের কাগজে ছাপা।
ভবিষ্যত জীবনের কথা ভাবলেই
      সারা শরীরে শুরু হয় কাঁপা।

স্কুল কলেজের বন্ধু ছিল মতো
    মিলিয়েছি সবে তালে তাল।
চাকরির বন্ধু ছেড়েছে সঙ্গ ,
     বেকার হয়ে আমি খাচ্ছি গাল।

কিছু চাকরি পেলো যোগ্যতার গুনে
       কিছু চাকরি দিল টাকার ব্যাগ।
সংরক্ষিত কোটায় চাকরি হলেও
       গলাতে আমার বেকারের ট্যাগ।

বদনামের কেবল বহর বাড়ছে
      হারিয়ে যাচ্ছে লাজ।
বেকারত্বের গুনে ছদ্মনাম বেড়েছে,
      নিসকর্মা, ভবঘুরে, আড্ডাবাজ।

দূঃখ কষ্ট আর যন্ত্রণায় মোড়া
      বেকারত্বের এই কঠোর সাজা।
ভুলতে চাইলেও ভুলতে পারি না,
      শুধু শুধু খাই মদ, সিগারেট, গাঁজা।

আপন জনেরা ছেড়েছে সঙ্গ
     প্রিয় বন্ধু কেটে যায় পাস।
কপালে বাড়ছে চিন্তার ভাঁজ,
      চারিদিকে থেকে ভেসে আসছে সর্বনাশ।

-------------------
Name - Satyajit pal
Raiganj; Uttr dinajpur
Mobile - 7318649852

No comments:

Post a Comment