পাথর ছোঁয়া বৃষ্টিতে কি কাব্য থাকে
শিল্পী চোখও নগ্ন রূপে চমৎকৃত,
কান্নাও তো বিমোচনের গল্প বলে
অনেক প্রাণীর প্রাণ থাকলেও জীবন্মৃত।
বৃষ্টি তুমি ছুঁইতে এসো মৃত্তিকাকে
পরশ পেলে ফুটবে ফুলও মরুদ্যানে,
নিরেট পাহাড় ঝর্ণা রাখে নিজের বুকে
বর্ণ ছোঁয়ায় শব্দ জাগে কাব্য গানে ৷
মেঘ আঁচলে জড়ানো ওই বৃষ্টি মায়া
জলকাব্য লিখে চলে মাটির ধামে,
বদলে যাওয়া রত্নাকরের পাষাণ হিয়া
সিক্ত হল বৃষ্টিসম রাম নামে ৷
বৃষ্টি তোমার দু'চোখ জুড়ে কান্না নামে
ভিজতে থাকে পাথর মাটি মরুর ব্যথা,
এমন অনেক গল্প থাকে সব জীবনে
সেই গল্পের নাম দেওয়া হোক বৃষ্টি গাথা ৷
-------------০০------------
No comments:
Post a Comment