কবিতা ।। চাতক দৃষ্টি ।। সৈকত গোস্বামী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 18, 2021

কবিতা ।। চাতক দৃষ্টি ।। সৈকত গোস্বামী

কবিতা


 
ফুটিফাটা মাটির বুকে
জে ্যাৎস্না নেমে আসে অভিসারে

জীমূত বাহিত হয়েছেন দেশান্তরে

তৃষ্ণার্ত,  জ্যোৎস্না-বিধৌত এ প্রান্তর

রাতজাগা কবির কলমে
চাতক দৃষ্টি
 
------------ 


 
 
সৈকত গোস্বামী
5এ /১৭ শান্তি পথ
সি জোন 
দুর্গাপুর-৭১৩২০৫

হোয়াটস্যাপ : 7797533824

No comments:

Post a Comment