কবিতা ।। বৃষ্টি পড়ে মাটির পরে ।। বিপুল কুমার ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 18, 2021

কবিতা ।। বৃষ্টি পড়ে মাটির পরে ।। বিপুল কুমার ঘোষ

কবিতা

 

আকাশ গাঙে চলছে ভেসে কালো মেঘের ভেলা,
তারই মেয়ে সেজেছে যে মেঘবালিকার বেশে,
খুশির খেয়ায় চড়ে আজকে যাবে মাটির দেশে ।

দূর নীলিমার কোলটি ঘেঁইষে উড়ছে বকের সারি,
ওদের ডানায় ইলশেগুঁড়ি পড়ছে ঝরে বারি ।
ঝিকিমিকি চমক যেন নীল আলেয়ার ফুলকি,
বুনোফুলের গন্ধ নিয়ে বাতাস চলে দুলকি ।

আকাশ থেকে যাচ্ছে শোনা মেঘের গুরু গুরু,
মাটির বুকে টাপুরটুপুর বৃষ্টি হলো শুরু ।

বজ্রপাতে চমক লাগে ঝলসে ওঠে আলো,
ঝড়ো হাওয়ায় গাছের দোলা দেখতে লাগে ভালো ।

বৃষ্টি দেখে ঝুম ঝুমা ঝুম মনের ময়ূর নাচে ,
ঢেউ খেলানো ঝিলিক জলে শালুক ফুটে আছে ।
ডাহুক -ডাকা ভিজে দুপুর গাঙচিলেরা ওড়ে,
মনপবনের খুশি ওড়ে মেঘের ভেলায় চড়ে ।

হাওয়ার সাথে বৃষ্টির ছাঁটে কদম-কেশর ঝরে,
পুলক লাগে শাখায় পাতায় মন যে কেমন করে ।
আষাঢ় মাসে মেঘ যে ভাসে এমনি আকাশ জুড়ে,
উতল ধারায় বৃষ্টি পড়ে মেঘ রাগিনীর সুরে ।।

********************************************




বিপুল কুমার ঘোষ
সম্পাদকঃ  গাঙচিল
মাজদিয়া ।। নদীয়া
চলভাষঃ  ৮১১৬০০০৬০৯

No comments:

Post a Comment