প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৪১তম সংখ্যা : শ্রাবণ ১৪২৮ জুলাই 2021 - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 18, 2021

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৪১তম সংখ্যা : শ্রাবণ ১৪২৮ জুলাই 2021




সম্পাদকীয় দপ্তর থেকে কয়েকটি অনুরোধ

১) লেখকলেখিকাগণ নিজের নিজের লেখার লিংক সংগ্ৰহ করুন । সুচিপত্র থেকে অথবা সাইটের একেবারে নীচে বামদিকে প্রদত্ত সূচি থেকে। অসুবিধা হলে আমাদের জানান। আমরা অবশ্যই লিঙ্ক সংগ্ৰহ করে দেব।

 নিজের লেখার লিঙ্ক যতখুশি সামাজিক মাধ্যমে শেয়ার করুন। কিন্তু কোনভাবেই হুবহু লেখা বা লেখার স্ক্রিনশট শেয়ার করবেন না। আমরা কঠোরভাবে এর বিরোধী।

২) নিজের লেখাটির পাশাপাশি অন্যের কিছু লেখা অন্তত পড়ুন।

৩) পোস্টের নীচে মন্তব্যের ঘরে পঠিত লেখা সম্বন্ধে আপনার প্রতিক্রিয়া জানান। পাঠকের মতামত লেখক-প্রকাশক সকলকেই পথ দেখাবে।

৪) সামগ্রিক আয়োজন সম্পর্কে আপনাদের অকপট মূল্যবান গঠনমূলক মতামত-পরামর্শ জানান।

 ধন্যবাদসহ--

নিরাশাহরণ নস্কর

9433393556 (call & w-app)




 

সূচিপত্র


 



No comments:

Post a Comment