ছড়া ।। মানবতার ইচ্ছেকুসুম ।। কান্তিলাল দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 18, 2021

ছড়া ।। মানবতার ইচ্ছেকুসুম ।। কান্তিলাল দাস

 


মানুষ হয়ে জন্ম যদি
পুষি বুকের মাঝে
মানবতার ইচ্ছেকুসুম,
লাগি লোকের কাজে।

আর্ত যারা, ব্রাত্য যারা
থাকবে কেন পড়ে
তাদের পাশে থাকলে তারা
যায় না অকাল ঝরে।

স্বার্থ নিয়ে মানুষ বড়
ঘুরছে দেখি বিশ্বে
আছে অনেক, কমবে নাকি
একটু দিলে নিঃস্বে?

টাকার গরম, বাহুর বলে
মানবধর্ম নষ্ট
মানুষ হয়ে জন্মে তাদের
জীবন কিন্তু ভ্রষ্ট।

জীবনযাপন পশুর মতো
সুসভ্য সব সজ্জা
এসব লোকের মানুষ হবার
আগে তো চাই লজ্জা।

...................

কান্তিলাল দাস
সিঙ্গুর, হুগলি



No comments:

Post a Comment