হাওয়ায় উড়ছে নীল ওড়না
পাণ্ডব যন্ত্রণাগুলো বুক অবধি ধেয়ে আসছে হাজার বার
গাঙে শঙ্খচিল
পতিত জমিনে পরবাসী ছিন্নমূল মানুষ এখনো খোঁজে শাদা ভাত
নদী ভাঙছে
দেশ ভাঙছে। কাঁটাতার ব্যারিকেড
অজস্র বৃষ্টি। অতি বর্ষণ
শ্যাওলা ভরা ঘর উঠোন বারান্দা। অন্ধকার
কেন্নোরা পাশাপাশি ভিজে বিছানায়। জানালার শার্সিতে মেঘ
মেঘের আকাশ
তবু ওড়না ভেসে আসে
ছবির দেয়ালে স্বপ্ন হয়ে ছুঁয়ে যায় আমার নশ্বর নখ
জ্যামিতিক বলয় ঘিরে তখনো আত্মকথন
নব্য সভ্যতার বুকে প্রতিদিন লেগে থাকে মানব বিকার
শিকারী চাঁদে রাত জাগে কোমল সোহাগ
তুষের আগুনে ধিকি ধিকি পোড়ে নষ্ট জীবন সংলাপ
হারিয়ে যাচ্ছে পথ
অন্ধকারের বুক চিরে বেরিয়ে আসছে সমস্ত অগোছালো ভাবনা
________________
হামিদুল ইসলাম।
গ্রাঃ+পোঃ=কুমারগঞ্জ। জেঃ=দক্ষিণ দিনাজপুর।
________________________________________________________
No comments:
Post a Comment