কবিতা ।। সুনন্দ মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 18, 2021

কবিতা ।। সুনন্দ মণ্ডল



চলছে শহর আলোর মুখে
চলছে মানুষ পেটের দায়ে।
কতকিছুই থাকল পড়ে
এই সমাজের ডানে-বাঁয়ে।

ছুটছে আশায় জীবন বাঁচার
নিম্নমুখী স্রোতের টানে।
ব্যস্ত সবাই নিজের কাজে
আসরটুকুই ফাঁকা জানে

ভুলগুলো সব জড়িয়ে থাকা
আসল মানে ভুলে যাওয়া।
লকডাউনে ঘরে বসে
খেয়ে-দেয়ে মোটা হওয়া।

কর্মদপ্তর চলছে দেখো
অর্ধ শতাংশ কর্মী দিয়ে।
স্কুলগুলো বন্ধ শুধু
চাল-ডাল সব রেশন নিয়ে।

কী আর বলি, এটাই সমাজ
কালের গতির চাকা।
শিক্ষাটাই পন্ড হোক ভাই
জাতির মেরুদন্ডটা বাঁকা।
         -----------$-------------


কাঠিয়া, পাইকর, বীরভূম

8637064029

No comments:

Post a Comment