কবিতা ।। সেখ মেহেবুব রহমান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 18, 2021

কবিতা ।। সেখ মেহেবুব রহমান



ভালোবাসার সন্ধ্যায় তোমার ছবি আঁকি
নীল সমুদ্রের চরে বসে তোমার ছবি আঁকি
কোটি কোটি বালি কণায় তুমি রূপ পাও আমার হাতে
বিকিরিত তোমার দ্যুতি খেলে যায় আমার চোখে।
অনন্তের ওপার হতে ঢেউ আসে রাশি রাশি
তটে এসে চিৎকার করে বলে, 'ভালোবাসি' 'ভালোবাসি'
ছুটে যায় সেই ডাকে, ভাবি ডাকছো তুমি আমায়
না ছুঁয়ে ফিরে যাও সুদূরে, ওই ঘাতক ভাটায়।
চেয়ে দেখি বালুচরে শামুক ঝিনুকের আমুদে ছোটাছুটি
হে সমুদ্রকন্যা, মনে পড়ে শত দ্বন্দ্বের পরেও দুই প্রাণের খুনসুঁটি
উড়েছিল লাল শাড়ি অভিপ্রেত সান্ধ্য বাতাসে
নির্লজ্জ দুচোখে ছুঁয়েছি শরীরী খাঁজ আচ্ছন্ন আবেশে।
সৌভিক সন্ধ্যায় গেয়েছি গান, নেচেছ তুমি বালির পৃষ্ঠে
শূন্য হৃদয় চায়ছে নিবেদন, প্রেমের চুম্বন তোমার ওষ্ঠে
ছুটেছি সহস্র পথ বালির উপর এই তীরে
সঙ্গহীন আমি, খুঁজি তোমার অস্তিত্ব অগণিত পদচিহ্নের ভিড়ে।
----------------------------- 
 




No comments:

Post a Comment