কবিতা ।। কাজী মুহাম্মাদ রাকিবুল হাসান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 18, 2021

কবিতা ।। কাজী মুহাম্মাদ রাকিবুল হাসান




নৃশংস দহন মহোৎসব 
রক্তমাংসের গলিতে,
ছাইপোড়া উৎকট গন্ধ
নিষ্পাপ ফুল কলিতে।

নোনতা ঘামে আনন সিক্ত
আঁখি ছলছলে ঝাপসা, 
অশীতিপর চলে ধুঁকে ধুঁকে 
অবারিত ঘোর তমসা। 

কুমন্ত্রণায় সিদ্ধ কুশীলব 
মগজ ধোলাইয়ে রঙ্গম,
গোগ্রাসে গিলে অন্ধবিশ্বাসী
বর্গা দেয় সব সম্ভ্রম। 

প্রজন্মে যান্ত্রিক প্রতিবন্ধি
প্রত্যাশায় ধূসর মরিচা,
হতাশার মোড়কে আশা বন্দি
দুরাশার রোজনামচা।

মূল্যবোধের মূল্য ক্ষয়িত
বিবেক.! আবেগে মুখর,
মানবতার নেই দয়িত
নীতিহীনতায় নিথর।

No comments:

Post a Comment