কবিতা ।। সবিতা বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 18, 2021

কবিতা ।। সবিতা বিশ্বাস

কবিতা

 

হঠাত্ হঠাত্ কি যে হয় আমার!

এই যেমন এখন

টিউশন পড়িয়ে ফেরার পথে

কৃষ্ণচূড়া গাছটার তলায় দাঁড়িয়ে ভাবছিলাম

আমি বোধহয় শান্তিনিকেতনে

খোয়াইয়ের ধারে, শনিবারের হাটে

আমার আঙুলে সে পরিয়ে দিচ্ছে 'এস'

লেখা আংটি--

 

না, সে আমার হাতে পরিয়ে দেয়নি

দিয়েছিল সহেলীর কনকবর্ণ হাতের

চাঁপা কলির মত আঙুলে

 

এই কৃষ্ণচূড়ার তলায় দাঁড়িয়ে সে বলেছিল

কালো হরিণ চোখের 'কৃষ্ণকলি' কে

কবিতাতেই মানায় ভালো

কেন যে সব ভুলে যাই--

মাঝে মাঝে কি যে হয় আমার!

 

            -------------------- 

 

 

 


 

Sabita Ray Biswas                          

Shankar Tower

Block—4, Flat—3k

Italgachha

33 Sukanta Sarani

Kolkata 700079

 

 

 

No comments:

Post a Comment