কবিতা ।। পাভেল আমান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 18, 2021

কবিতা ।। পাভেল আমান

 

শূন্যতায় আকীর্ণ মননের পরিসর
অবিরাম মরীচিকার সন্ধানে
মেলে দিয়েছি ভাবনার ডালপালা,
চলমানতার বিস্তীর্ণ সরণিতে
জীবনের প্রাত্যহিক যাপন কথা
পূর্ণতার অপার আহ্বানে-
সুদীর্ঘ হাতছানির দৃশ্যমানতা!
প্রচেষ্টার কসরতে কুড়াতে থাকি
বেঁচে থাকার রসদ
অনুভূতির প্রকৃষ্ট বন্ধনে
একে একে পেরিয়ে গেছি-
সহিষ্ণুতার নিরবধি পরীক্ষা।
স্থিতধী মননের পরিসীমায়
জমেছে আত্মবিকাশের চারাগাছ
প্রতিকূল অভিমুখের বিপ্রতীপে
আশার দীপন সারি।
তমসার বিদায়ে জাগতে আছে
বিকশিত জীবনের দৃপ্ত ধারা
সহসা সুর তাল ছন্দের সহবস্থানে
এক মনোজ্ঞ স্বরলিপির সৃষ্টি
বাঙ্ময় যাপন কথার ইতিহাস।
------------------- 
 


রচনা-পাভেল আমান
হরিহরপাড়া
 মুর্শিদাবাদ

No comments:

Post a Comment