কবিতা ।। সংহিতা গুড়িয়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 18, 2021

কবিতা ।। সংহিতা গুড়িয়া



এলোমেলো ছড়ানো-ছিটানো
বইখাতা তুলি পেন্সিল,
এক কোণে জেগে থাকা টেবিল-ল্যাম্প
লেখার টেবিল ---
স্তূপীকৃত জামাকাপড় আর কাগজপত্রের ভিড়ে
অপ্রশস্ত বিছানায় গড়াগড়ি বছর-দিন-মাস
সংসার,দাম্পত্য,খুনসুটি ও সহবাস |
দাপাদাপি, চাপাচাপি, তুমুল চিৎকার ---
মুখোমুখি বসি, কথা হয়, হাসি হয়
আমাদের ঘিরে ধরে ছন্দের পছন্দে
রুপোলি গিটার |
অস্থির রাগ কখনো গরগর
অনুরাগ কখনো ঝর ঝর
খোলাখুলি,গোলাগুলি,চোটপাট চলে
গাঢ় রাত্রির বেডকভার কত কথা বলে...

আমি যখন ওড়াই সাদা পতাকা,
দেখাদেখি তুমিও ওড়াও শ্বেত কবুতর |


No comments:

Post a Comment