কবিতা।। সাইফুল ইসলাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 18, 2021

কবিতা।। সাইফুল ইসলাম


শ্রাবণের বৃষ্টিভেজা রাতে
ফিরে আসে আমার শৈশবকাল। 
টিনের চালে, ভেজা কাঁথায়
ব্যাঙের সমস্বর চিৎকারে
ফিরে পাই আমার বাল্যকাল। 
ছেলেবেলার দেখা স্বপ্নগুলি
সাঁতার কাটে বাড়ির অলিগলি
কচি হাতে তৈরি কাগজের নৌকা
দুলে দুলে চলে শ্রাবণের জলে। 
রাতের ঝমঝম সুমধুর শব্দে
মিশে যায় রূপকথা। 
দাদু-দিদিমার আদরের দুলাল
অপলক দৃষ্টিতে চেয়ে থাকে অন্ধকারে।
এ রাত আমার প্রেম
এ রাত আমার ভালোবাসা
এ রাত আমার দেখা স্বপ্ন আর
না পাওয়া আশা। 
---------------------------------
 

No comments:

Post a Comment