কবিতা ।। সোলমেটের একাঙ্ক নাটক।। সুনন্দা রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 18, 2021

কবিতা ।। সোলমেটের একাঙ্ক নাটক।। সুনন্দা রায়



সোলমেটের ভালোবাসায় নিঃশেষ অধিকার কি একান্ত বাঞ্চনীয়?
কেবলমাত্র অধিকারেই বাঁচা যায় না...!
নিঃশেষ অধিকার ভোরের শিশিরের মতো সন্ধ্যায় ঘুমিয়ে পড়ে,
আর অধিকারগুলো সমঝোতার মাঝে সুখ নেয় বুঝে।
সোলমেটের জীবনে আত্মত্যাগ মলিন স্মৃতি সহায়ক
সোলমেট জানে তার সঙ্গী বেশি কথা বলা অসুস্থ রোগী,
শুধু বোঝে না ভিতরের সব ক্ষত তারই সৃষ্টিজাত,
ক্যানভাসে থাকা সমস্ত অভিনয়
 রজঃ ও তমো গুনে আঁকা।
তফাত একটাই...
সোলমেট কাগজে কলমে
আত্মায় বিচ্ছেদ যাতনা;
সোলমেটের জীবন বৈচিত্রময় গজল।
-------------------
বারাসাত, উত্তর ২৪ পরগণা 


No comments:

Post a Comment