কবিতা ।। ঝমঝম ।। সুকন্যা ভট্টাচার্য্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 18, 2021

কবিতা ।। ঝমঝম ।। সুকন্যা ভট্টাচার্য্য





নদীরা সব কোথায় ছিল? হঠাৎই ফিসফিসিয়ে গল্প জুড়েছে। আকাশ এইকালো পাত্রটিকে ঝাঁঝরি করে নেমে এলো। টিপটিপ ঝরণা.…..!
 
পাতার ডগা, পাখির বাসা মাটি, পাথরের নরম চাহনি। এমন দিনে শুকনো কাঠ খুঁজছে কেউ; কেউ নিভৃত আলাপ।
 
মাটির সোঁদা গন্ধে প্রাণীকুলের যত্রতত্র ছাতাহীন বিচরণ আর জীবনের জয়োল্লাস।। 
 
 
========================


 
 
 
সুকন্যা ভট্টাচার্য্য 
 









No comments:

Post a Comment