কবিতা ।। বৃষ্টিকে ভালোবেসে ।। বনশ্রী রায় দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 18, 2021

কবিতা ।। বৃষ্টিকে ভালোবেসে ।। বনশ্রী রায় দাস


  আকাশের ক্যানভাসে অভিমানী জলমেঘ
হৃদয়ের কাছাকাছি এসে রঙিন ওড়না স্থির 
বৃষ্টির বালিকামাস স্বভাবে ফারাক বিস্তর
একতারায় আঙুল ছুঁয়ে বাউল মন অস্থির 

ঢেউয়ের কলমকারি পাড় উথালপাথাল 
ভালোবেসে নূপুর-বুকে রাধা বাঁশি বাজে 
একপ্রান্ত থেকে অন্য প্রান্তে বেড়ায় ছুটে  
অভিসারে যাবে সে কামিনী ফুলের সাজে 
   
যন্ত্রণায় গুমরে মরে  আসে না জল
শুধু একটি হিমেল হাওয়া শিহরণ বাহারে 
কম্পনে খুলে দেয় গোপনে রাখা তোরঙ্গ 
আবার কখনও সে আসে বিরহী মল্লারে

ঝড়ের শব্দে পা ফেলে সতর্ক বর্ষালিপি 
তছনছ করে বাৎসল্য-ঘোর তীরের ফলায় 
টাল সামলাতে নাপেরে দুচোখে ধরি তাকে 
গহনে ডুবে পাঁজিপুঁথি ভাসিয়ে নিয়ে যায় 

শুধুমাত্র অগ্রন্থিত একটি শ্রাবণ বিকেলে   
মৃগনাভি অরণ্যে হারিয়ে যাওয়া হিরণ্ময় 
মনবাড়ির চৌকাঠে এসে দাঁড়ায় রূপকথা 
বলে গেল প্রকৃত ভালোবাসার হবে জয় 

   --------------------






No comments:

Post a Comment