কবিতা ।। নিমাই চন্দ্র দে - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 18, 2021

কবিতা ।। নিমাই চন্দ্র দে

কবিতা

 



ভণ্ড সাধু জাল ডাক্তার ভুয়ো আই.এ.এস. অফিসার
ভেজাল তেল জাল নোট আর নকলে ভরা সংসার।
কোনটা সত্য, কোনটা মিথ্যা, আসল কোনটা নকল
বুঝতে পারা অতীব কঠিন, রয়েছে ভীষণ ধকল।

খাঁটি-মেকি চিনতে জানতে বেলা হয়ে গেল পার
ভয়ে সাবধানে দ্বিধা-দ্বন্দ্বে জীবনটা ছার খার।
চতুর্দিকে প্রতারণার ফাঁদ সাবধানে ফেল পা
একটু খানিক বে-সাবধানে হানবে আঘাত ঘা। 

সোজা সাপটা সরল বিশ্বাসে জীবনটা হবে মাটি 
টেরা চাহূনি ব্যাঁকা ইশারায় নেই কিছু আর খাঁটি।
 ভেজাল প্রেম ভেজাল ঔষুধ ভুয়ো সার্টিফিকেট ডিগ্রি 
প্রতারকেরা বিদেশ পালায় দেশ হয়ে গেল বিক্রি।
 
                         *******


Address : Nimai Chandra Dey
At : Solpatta, P. O :Matiberuan,
P. S : Dantan, Dist :PaschimMedinipur,
Pin- 721457. W. B.


No comments:

Post a Comment