কবিতা ।। আরাধ্য আলস্য ।। বিপ্লব গঙ্গোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 18, 2021

কবিতা ।। আরাধ্য আলস্য ।। বিপ্লব গঙ্গোপাধ্যায়




আলস্য ছুঁয়েও কেমন চঞ্চল হয়ে ওঠে  পা 
কিছুতেই স্থির থাকতে পারে না  মাথার ভেতর অস্থির মুহুর্ত 
হাত টানটান হয়ে যায় প্রবাহের দিকে 

অথচ আলস্য ছাড়া নিরাময় নেই 
অথচ আলস্য ছাড়া চিন্তার প্রসূতিসদন নেই 
উৎপাদন সূত্র থেকে সরে যাচ্ছে ভাবনার আকরিক 
স্থানিক বিভ্রম 

অসমাপ্ত অলসতায় কেবল দৌড়ে যাওয়া অতৃপ্তির দিকে 
অতৃপ্তি ছাড়া শিল্পের আর  মুদ্রাদোষ  নেই


No comments:

Post a Comment