কবিতা ।। ডিমনেশিয়া ।। সম্পা পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 18, 2021

কবিতা ।। ডিমনেশিয়া ।। সম্পা পাল

কবিতা


পাহাড় হয়তো ডিমনেশিয়ায় ভোগেনি কখনো
আমি ভুগছি বেশ কয়েক বছর

খোঁজ নাওনি যারা সেদিন আলোয় ভেসে গিয়েছিলে
অবশ্য আমার নামের পাশে নীল আলোটাও জ্বলেনি অনেকদিন

অজান্তেই বেড়ে গেছে কয়েকটি সংখ্যা
কখনো কখনো ভাবতে বসি কেন জীবনহীন জীবন বহন করতে গেলাম

আমাদের বাড়ি এভাবেই একদিন হোম আইসোলেশন কাটিয়ে ওঠে
আমি স্বপ্ন দেখি আজ হয়তো ভালো ঘুম আসবে....
 
=====০০০=====



 


No comments:

Post a Comment