কবিতা ।। তুষার ভট্টাচাৰ্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 18, 2021

কবিতা ।। তুষার ভট্টাচাৰ্য



রুপোলি জোছনা রাত্তিরে মায়া চাঁদের
আয়নায় যে লাজুক  ছায়ামুখ
ভেসে ওঠে
তাকে আমি চিনি ;
সে ছিল আমার অমল কৈশোরের ভালবাসার
স্বপ্ন সহচরী l

----------------------

তুষার ভট্টাচাৰ্য l
বহরমপুর l মুর্শিদাবাদ l
দূরভাষ:৯৪৭৫৭৭৪৯৯৬ l
০২/০৭/২০২১





No comments:

Post a Comment