কবিতা ।। দ্যুতিলোক ।। অভিজিৎ মান্না - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 18, 2021

কবিতা ।। দ্যুতিলোক ।। অভিজিৎ মান্না

কবিতা


আমি ফোটাতে পারি মালবিকা গন্ধরাজ l 
সবুজ কার্পেটে স্বপ্নের সুখরথ l 
এই যে তোমরা গেলো গেলো ধ্বনি তোলো 
আমি জানি হারবেই এই কাঁটা পথ l 
যতো সাঁকো আছে এমনকি নিমগাছের পাখিটাও,
ঝরাপাতার ডালটারও থাকবে না কষ্ট আর l 
এ ভাইরাস থামবেই নেবে বিশ্রাম,
এ বিশ্বাস পাতাল ফুঁড়ে ওঠে আমার l
 
-----------------------------------------


 
অভিজিৎ মান্না
রবীন্দ্রপল্লী
আরামবাগ
হুগলি
712601
9734371434

No comments:

Post a Comment