নিরাপত্তার অভাবে কাঁপে বনের হৃদয়
নদীর নিরত স্রোতে মেঘের অলিন্দ ভেসে যায়
গানের বাণীর অনুকূলে বাঁশির সুরের সম্মোহন।
বাতাসের তীব্রতায় চামর দোলায় কচি পাতা
দুরু দুরু বুকের গোপন শিহরণ
একথা যায় না বলা যখন তখন যাকে তাকে ।
নদীর স্রোতের চেয়ে অধিক আপন
কে আছে জলের কাছাকাছি
সে জানে নিমজ্জনের অন্তরঙ্গ শারীরিক ওম ।
--------------
খগেশ্বর দাস
নয়াপট্টি রোড
কলকাতা
No comments:
Post a Comment