Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

মুক্তগদ্য ।। শ্রাবণ ঘন গহন মোহে ।। তরুণ প্রামাণিক

 

শ্রাবণ ঘন গহন মোহে

তরুণ প্রামাণিক 


ঝিম ধরা বিকেলের প্রান্তে মিইয়ে আসা আলোর রেখা বৃষ্টি ভেজা কার্নিশে লেগে আছে তখনো। দিনমানে কাকের গলার মত কালো আকাশ জুড়ে অঝোর প্লাবন,ভেজা বাতাসে কি এক সর্বনাশের হাতছানি!
জলে ভেজা টসটসে পিচ কালো রাস্তায় ছুটে চলেছি,সাথে একটা হলুদ ট্যাক্সি। গন্তব্য- কোন এক অচিনে। বৃষ্টির ঝালর তখনও ট্যাক্সির কাচে ঝমঝম করে ঝরছে। রাস্তার জল ছিটিয়ে দ্রুত চলেছি বাইপাস বেয়ে। এ পথে রোজই যেতে হয়,কারণে কিম্বা অকারণে। কিন্তু আজ যেন কিসের এক মোহগ্রস্থতা ক্রমে গ্রাস করছে আমাকে। ফিরতে ইচ্ছা করছে না কিছুতেই -
কিছু দূরে রাস্তাটা ছোট একটা বাঁক ঘুরতেই চোখ পড়লো শ্রাবণের খোলা আকাশের দিকে, ঝম ঝম করে বৃষ্টি পড়ে চলেছে তখনো। কী এক গভীর সম্মোহনে বসে থাকতে পারলাম না,নেমে পড়লাম গাড়ি থেকে। তখন আকাশে চলছে সান্দ্রতার খেলা। মেঘের সাথে মেঘ মিশছে , আকাশের সাথে আকাশ ! পথের ধারের আদিগন্ত গাঢ় সবুজ ক্ষেত, সেই ক্ষেতের ওপারে যেখানে- জলভরা আকাশ ঝুঁকে আসছিল ধানের ক্ষেতের ওপরে, আর কতগুলো শান্ত বকের ওড়াউড়ি, নিঃশব্দ আলপনা আঁকছিল বৃষ্টি ভেজা পুব আকাশের ঘন ক্যানভাসে-
আমি দুহাতে তালি দিয়ে লাফিয়ে উঠলাম। যেন একটা অসীম মুহূর্তের সৃষ্টি হল সেই সময়টুকুতে। মনে হল, যেন কত যুগের অপেক্ষার পরে শুধু এই আশ্চর্য মুহূর্তটাই দেখব বলে আমি এখানে এসেছিলাম আজ। পূর্ণতার এই উৎসবে- আলো আর আঁধারের অপরূপ বিভাসের মধ্যে দাঁড়িয়ে স্তব্ধ, ভাষাহীন। মনে হল- আমার কোথাও যাওয়ার নেই, কোথাও কোন অভিযোগ নেই, কোন নালিশ নেই, অভাব নেই। এই মুহুর্তে পৃথিবীর যা কিছু খারাপ, এক লহমায় তা ক্ষমা করে দিলাম।
বৃষ্টি ঘন হয়ে আসে। চুলের প্রান্ত ছাড়িয়ে ঘাড়ে এসে পড়ে। আসন্ন অন্ধকারের আয়োজনে মেতে ওঠে প্রকৃতি। আর আমি ঋণী হয়ে থাকি ক্ষণজন্মা ঐ মুহূর্তটির কাছে।
প্রকৃতির এই রূপ রস বর্ণ গন্ধের মাঝে একই আলোয় চোখ মেলতে পেরে, শ্রাবণের জলে ভেজা এই সব সবুজ গাছ-গাছালি, কীটপতঙ্গ, পাখ-পাখালির সঙ্গে একই বাতাসে শ্বাস নিতে পেরে ধন্য হই। তুচ্ছ এই নশ্বর  জীবন খানি হঠাৎই অনেক দামি মনে হয়। ভীষণ ভাগ্যবান মনে হয় নিজেকে।
প্রকৃতির আঙিনা জুড়ে অবহেলায় পড়ে থাকা এই সব মণিমুক্তো কুড়িয়েই না হয় বাকি জীবনটুকু ধন্য হোক।
 
=======০০০=======



মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত