স্বপ্নগুলো বড়ো হতে হতে
আজ আকাশ হয়ে দাঁড়িয়ে
বড়ো বটের ছায়ার মতো
শান্ত ভরসার আশ্রয় তার
জীবন থমকে গেলে স্বপ্নরা জাগায়
তাদের লালনে মাতৃস্নেহের ঘ্রাণ
জঠর জ্বালায় হারতে বসা সময়
ঘুরে দাঁড়ায় সবুজ স্বপ্নের টানে
পিছন ফিরি না আর অতীত পানে
কোন বিশেষ পরাজিত মুহূর্তে
আসা যাওয়ার খেলায় আজ অভ্যস্ত সময়
স্বপ্নরা জাগায় বারে বারে
***********
দেবাশীষ মুখোপাধ্যায়
রয়্যাল কমপ্লেক্স, ব্লক ডি,
ফ্ল্যাট নম্বর :২০৪,
৪৬/১, চড়কডাঙগা রোড,
কাঁঠাল বাগান, উত্তরপাড়া,
হুগলি, পিন : ৭১২২৫৮
Email id :dmukherjee557@gmail.com
No comments:
Post a Comment