কবিতা ।। আফ্রূজা খাতুন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 18, 2021

কবিতা ।। আফ্রূজা খাতুন





রাতদিনের কাঁটাতারের বেড়া
কোন ফাঁকে যেন উধাও!
দিন রাতের গায়ে সময়ের গ্রহণ,
সকালকে গ্রাস করে নেয় দুপুর 
সন্ধ্যা গিলে নেয় দুপুর বিকেল ।
রাতটা এখন সকাল গড়িয়ে দুপুরে 
ধাক্কা মারে, বাঁধা ছকে 
চেনা জীবনের সময় গন্ডি 
মানছেনা আর নিয়মের 
লক্ষণরেখা, জীবনটা
ভেঙেচুরে একাকার, 
চেনা ছক আর মেলানো যাচ্ছে না 
আর কিছুতেই--
ওলট পালট একসা  ,
পৃথিবীটা আজ উদভ্রান্ত 
দিশাহারা সময়ের ফেরে, 
অনুজীবের হাতে বন্দি--
সময়ের ছকহীন জীবন। 
---------------------
Afruza khatun
 New Town 
Diamond Harbour 
South 24pgs 

No comments:

Post a Comment