Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

গল্প ।। কাকগন্ধ ।। দেবব্রত রায়




"আপনি বিশ্বাস করবেন কি-না জানি না, গতকাল  সন্ধ্যার সময় ঠিক এই রুম-ফ্রেসনারের গন্ধটাই আমার নাকে ভেসে আসছিল। তারপর,মাথার ভিতরে সেই ঘোর-ঘোর ভাবটা জমাট বাঁধতেই দেখলাম, আপনার চেম্বারে এইরকম-ই আমি বসে আছি !" ডাক্তারবাবুকে মৃদু হাসতে দেখে তপোময় বিষন্ন গলায় বললো, আমার কথাগুলো আপনার বিশ্বাস হচ্ছে না, তাই না স্যার !                                                                

ডাক্তারবাবু তপোময়ের কথাটা এড়িয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, তা আপনি আমার অ্যাড্রেসটা পেলেন কোত্থেকে ?                                             
তপোময় বললো, আমি তো সেই স্বপ্নটার ভিতরেই আপনার চেম্বার, এই রাস্তা-ঘাট এমনকি, আপনাকেও পর্যন্ত দেখতে পেয়েছিলাম !                                                    

ডাক্তারবাবু বললেন, হুম !                                  

"স্যার, এটা কি কোনো মেন্টাল-ডিজিজ !" তপোময় খুবই অসহায়ভাবে ডাক্তারবাবুকে কথাগুলো  জিজ্ঞেস করলো। ডাক্তারবাবু এবার প্রেসক্রিপশনে খসখস করে কয়েকটা ওষুধ লিখে দিয়ে বললেন, "দেখুন এখনই অতকিছু ভাবতে যাবেন না। " তারপর,প্রেসক্রিপশনটা তপোময়ের হাতে ধরিয়ে দেয়ে বললেন, চারটে ওষুধ লিখে দিলাম ! এগুলো নিয়ম করে মাস-দুয়েক খান আশাকরি, সব ঠিক হয়ে যাবে ! .... তারপর বরং সময় করে এসে একবার চেকআপ করিয়ে যাবেন।                                                  

 
        ইদানীং, তপোময় তার বিছানায়, ঘরে এমনকি, আশেপাশে যেখানেই যায় সেখানেই প্রায় ও কাকের গন্ধ পায়। যদিও সে কাকের গন্ধ চেনে না কিংবা, কাকেদের আদৌ নিজস্ব কোনো গন্ধ আছে কিনা তপোময়ের তাও জানা নেই। তবুও, গন্ধটা কেন যেন কাকের বলেই ওর মনে হয় ! 
 
        গত সপ্তাহে তপোময়ের বউ রেণুকা পোয়াতি অবস্থাতেই, "মন কেমন করছে" বলে কয়েক দিনের জন্যে বাপের বাড়ি গেছে !  সেই থেকে তপোময়ের যেন আর কিছুই ভালো লাগছে না ! বাড়িতে বিধবা বুড়ি মা। রান্নাঘর আর ঠাকুরঘর ছাড়া তিনি কোনো সাতেপাঁচেই থাকেন না। পরিবেশটা এতই সুনসান যে গ্র্যান্ডফাদার ক্লকের খচখচ শব্দটাও পর্যন্ত বাড়িময় শিলনোড়ায় মশলা বাঁটা আওয়াজের মতোই শোনা যায় ! দুপুরবেলা খাওয়াদাওয়ার পর রেণুকাবিহীন বাড়িতে ভীষণই একা-একা লাগছিল তপোময়ের ! অন্য সময় হলে সে স্কুলেই ব্যস্ত থাকতো কিন্তু, এখন তারও উপায় নেই ! তপোময় রেণুকা-র আলমারিটা খুলে প্রাণভরে ওর শায়া-শাড়ি, ব্লাউজ, পারফিউমের গন্ধ শুঁকতে লাগলো ! তপোময় ভাবলো রেণুকা-র অবর্তমানে ওর একটা শাড়ি বালিশের পাশে নিয়ে শুলেই, তার এই একাকীত্বভাবটা বোধহয় কেটে যাবে! তপোময় আলমারির থেকে রেণুকা-র একখানা শাড়ি টেনে বের করতেই, সেটার ভেতর থেকে ভাঁজ করা একটা কাগজ মেঝেতে ছিটকে পড়লো। কাগজটার ভাঁজ খুলতেই তপোময় দেখলো, সেটা আসলে একটা চিঠি । ঘরের বাতাসে কাক-গন্ধটা আবারও জমাট বাঁধতে শুরু করলো ! রেণুকা-র কোনো-এক' দন্ত্যস 'নামের প্রেমিক তাকে ভালোবাসা ভরা চিঠি লিখে তার পেটের বাচ্চাটার পিতৃত্ব সম্মন্ধে নিশ্চিন্ত হতে চেয়েছে! তপোময় চিঠিটা হাতের মুঠোয় নিয়ে একেবারে চিলেকোঠায় উঠে গেল। সেখানেও গন্ধটা তীব্র ! তপোময় চিলেকোঠার দরজা-জানালা বন্ধ করে ঘরের অন্ধকার এক কোণে বসে রেণুকাকে লেখা ওর প্রেমিকের চিঠিটা মুঠোর মধ্যে তালগোল পাকাতে পাকাতে খুব ধীরে ধীরে ডেকে উঠলো, কা ! 
 
[][][]
 






মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩