Featured Post
কবিতা ।। বৃষ্টি পড়ে মাটির পরে ।। বিপুল কুমার ঘোষ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
কবিতা
আকাশ গাঙে চলছে ভেসে কালো মেঘের ভেলা,
তারই মেয়ে সেজেছে যে মেঘবালিকার বেশে,
খুশির খেয়ায় চড়ে আজকে যাবে মাটির দেশে ।
দূর নীলিমার কোলটি ঘেঁইষে উড়ছে বকের সারি,
ওদের ডানায় ইলশেগুঁড়ি পড়ছে ঝরে বারি ।
ঝিকিমিকি চমক যেন নীল আলেয়ার ফুলকি,
বুনোফুলের গন্ধ নিয়ে বাতাস চলে দুলকি ।
আকাশ থেকে যাচ্ছে শোনা মেঘের গুরু গুরু,
মাটির বুকে টাপুরটুপুর বৃষ্টি হলো শুরু ।
বজ্রপাতে চমক লাগে ঝলসে ওঠে আলো,
ঝড়ো হাওয়ায় গাছের দোলা দেখতে লাগে ভালো ।
বৃষ্টি দেখে ঝুম ঝুমা ঝুম মনের ময়ূর নাচে ,
ঢেউ খেলানো ঝিলিক জলে শালুক ফুটে আছে ।
ডাহুক -ডাকা ভিজে দুপুর গাঙচিলেরা ওড়ে,
মনপবনের খুশি ওড়ে মেঘের ভেলায় চড়ে ।
হাওয়ার সাথে বৃষ্টির ছাঁটে কদম-কেশর ঝরে,
পুলক লাগে শাখায় পাতায় মন যে কেমন করে ।
আষাঢ় মাসে মেঘ যে ভাসে এমনি আকাশ জুড়ে,
উতল ধারায় বৃষ্টি পড়ে মেঘ রাগিনীর সুরে ।।
********************************************
বিপুল কুমার ঘোষ
সম্পাদকঃ গাঙচিল
মাজদিয়া ।। নদীয়া
চলভাষঃ ৮১১৬০০০৬০৯
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন