Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

কবিতা : প্রদীপ কুমার দে




অস্পর্শের বৈভব

--------------------------------------------

বর্ণমালার অক্ষরজুড়ে রাত নামে;
সিক্ত বালিশ জুড়ে এলোমেলো,
মুখ গুঁজে ইতস্তত পড়ে থাকি।
তোমার ভালোবাসার কিছু ঋণ
এখনও কাঁটার মত বিঁধে।
অশ্রু ছুঁয়ে অব্যক্ত শব্দগুলো
এখনও তার কাছে বাক্যহীন।
নিতান্তই অভ্যাসের বশে,
দুর্বোধ্য রাতগুলির গভীরতা
খুঁজতে থাকি নিঃশব্দে।
বুকের গহনে বয়ে চলে
তীব্র হাহাকারের স্রোত।
একদিন বাস্তবকে কটাক্ষ করেছিলাম-
বৈভবের জোয়ারে ভেসে;
এখন,জলকনাহীন রিক্ত মেঘ আমি,
অতৃপ্ত পৃথিবীতে অনাবৃষ্টির মত।
ক্ষয়রোগে বধির বর্ণমালা নিয়ে
অস্পর্শ রাত্রিযাপন।
অতীতের স্মৃতির দহনজালা,
স্বপ্নসমূহকে পরিণত করেছে
দাহ্য পদার্থে।
যে চাহনির অনাবিল কারুকার্যমুখর
মুহূর্তগুলি ছিল আনন্দদায়ক-
আজ তা কাব্য লেখার পক্ষে যথেষ্ট।
সে কাব্য জুড়ে ফুটে উঠবে,
শুধুই স্পর্শহীন অশরীরী আলিঙ্গন।
এলোমেলো বর্ণমালায় সাজানো থাকবে,
অস্পর্শের বৈভব।

-----------------------
   প্রদীপ কুমার দে
মোবাইল - 9635724772
ইমেইল - poetpkdey@gmail.com
ঠিকানা - বিধানপল্লী পূর্বপ্রান্ত, মামড়া মেইন রোড,
জেলা - পূর্ব বর্ধমান, পোস্ট অফিস - এ বি এল টাউনশিপ
পিন - 713206



জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক