দুটি কবিতা ◆ অনির্বাণ ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 17, 2020

দুটি কবিতা ◆ অনির্বাণ ঘোষ


সম্মতি●

কবিতা লেখার কথা বলতেই গাছ বলে
উঠলো-"না না'
মগডালে বসে থাকা সাদা পেঁচা চেঁচিয়ে
উঠে বললো-- "না....না...."
বাবা দৌড়ে এসে হাত চেপে ধরলো,
মা চোখ মুছতে মুছতে কাঁপা গলায়
অসম্মতি জানালে
আর কাউকে এরপর থেকে জিজ্ঞেস
করিনি কোনোদিন...
কবিতার তখন অল্প বয়স
ওর কপালে পোড়া ছাইয়ের দাগ,
আমরা বুঝতে পেরেছি
আমরা বোঝাতে পেরেছি
--কবিতার আরেকনাম লড়াই,
আর তাই ওর বুকে রক্তমাখা
পোস্টার লাগাই...
**********************

পান্ডুলিপি●

এখনো পর্যন্ত একহাজার একশো ঊননব্বইটি কবিতা
আর একশো ঊনত্রিশটি গল্প লিখেছি।
কিন্তু,কে পড়বে আমার কবিতা?
কেনই বা পড়বে?
এর থেকে ঢের ভালো হতো যদি গাছ লাগাতাম,
কিংবা চাঁদের উল্টোদিকে কে লুকিয়ে আছে,
অথবা ইতিহাস কে লিখেছে;তার উত্তর খুঁজতাম।
এসো পূর্ণ হই,পূর্ণ করি...
পৃথিবীতে আরো গুরুত্বপূর্ণ কাজ আছে,
ঘরকুনো হয়ে বসে থেকো না
আর কতদূর গেলে দেখা পাবো
(দেখা হতে পারে) প্রকাশকের?
নিজের শব্দ নিজেই ছাপি,নিজেই বিক্রি করি
আর একটু একটু করে বারুদ ভরে দিই তাতে...
বলি, চোখ বন্ধ করো,
বৃথা চেষ্টা কোরোনা...
তোমরা কোনোদিনই আমার কবিতা বিনাশর্তে পাবে না।।

====================




















নাম-অনির্বাণ ঘোষ।
ঠিকানা-২/এ,আচার্য্য গোস্বামী লেন,নেদিয়ারপাড়া, কৃষ্ণনগর,নদীয়া।
ফোন নং-৯৭৩৪৫৪৩০৪৮
হোয়াটস্ অ্যাপ নং-৯৭৩৪৫৪৩০৪৮