কবিতা ।। মৌসুমী ভৌমিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 17, 2020

কবিতা ।। মৌসুমী ভৌমিক





বিষণ্নতা           

***************
ক্রমশ বিষণ্নতা গ্রাস করছে 
আসলে বিষণ্নতা আসছে বিপন্নতা থেকে
করোনার করাল ছায়া থেকে 
আমফানের তীব্র তান্ডব থেকে 
বিপন্ন শব্দটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে .....

এই 'বিষণ্নতা' শব্দটা যে এতটা দুঃখবহ  
তার গভীরে যত দেখা যায় ততই ডুবে যেতে হয় 
আরো গভীরে 
বিষণ্নতার মধ্যে লুকিয়ে থাকে 
এক অপারগতা 
একগুচ্ছ অন্ধকার............

###############
Mousumi Bhowmik
Gangtok
East Sikkim
Sikkim-737102