দুটি কবিতা ।। অঞ্জনা দেব রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 17, 2020

দুটি কবিতা ।। অঞ্জনা দেব রায়



স্পর্শ কাতর


আমাকে অপ্সরা মানো
সুন্দর মানো হৃদয়ে তোমার
নুপুরের রিনিঝিনি
খুলে যায় বন্ধ নাটমন্দির।
উপোসে অঞ্জলী তার
আলপনার নকশায় থামে একা
ফুলের মালায় যেন
গেঁথে আছে পূর্ণিমার চাঁদ।
মন ওড়ে তালের ছন্দ
লয় ভাঙ্গে উঁচু-নিচু সুর
আমাকে সুর ভেবে
চুম্বনের ঠোঁটে রাখো খিদে
কিছুটা উষ্ণতায়
সামান্য হৃদয়কে ছোঁও ।

ভোর রাত


এখন ভোর রাত
চারিদিকে ছড়ানো নিস্তব্ধ নিঝুম,
সুন্দরী রমণী ঘুমিয়ে আছে
কিন্তু আমার চোখ দুটোতে ঘুম নেই
চঞ্চল হাওয়া এসে
জানালায় শব্দময় করে বার বার 
আমি নিরুত্তর তবুও
আমার মন কাঁপে রঙিন ভোর।

ভোর রাতে ভিজে যায়
চাঁদের আলোর ছটায়
সে রমণী তার সমস্ত সৌন্দর্য মেলে ধরেছে
চোখ মেলে দেখলেম অপূর্ব সেই রূপ
ঠোঁটের কোণায় প্রসারিত হাসি।

ভোর রাতের নিস্তব্ধতায় আমি
চেয়ে থাকি স্বপ্নময় এক প্রেমিক,
কেউ কি জানে তার জীবনের সম্পূর্ণতা?
তবুও স্বপ্ন দেখি
ভোর রাতের নিঃসঙ্গ মনে একটু ঘুম চাই -
হে ভোরের রাত জড়িয়ে ধরো 
আমাকে আদর করে শান্ত করো।

==================

অঞ্জনা দেব রায়
৫৫৩ পি. মজুমদার রোড
কলকাতা--৭৮