কবিতা ।। সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 17, 2020

কবিতা ।। সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়




 

 

 

 

 

 

 

 

আরণ্যক পথ


বৃক্ষ বন্দনা শেষে বৃষ্টি বন্দনা।
বৃষ্টি তো নয়। এ যেন সৃজনোৎসবে মাতা প্রহর।
এত মৃত্যু!
এত অসহায়তা!
এত যন্ত্রণা!সব নিমেষে স্তব্ধ।
প্রাণ চোখ ফেলছে বাইরে, যেখানে চলমান জীবন দ্বৈরথে মেতে ফুঁসছে,ভাইরাস ও মানুষ যুযুধান,
বৃষ্টির ঝালরে ধুয়ে মুছে সাফ হচ্ছে জমানো পাপ!

কে যেন বলল- কলির শেষ।
আমি তখন বৃষ্টি শব্দে গাঁথছি উপন্যাসের শুরু,
একজন নবকুমার
আর একজন কপালকুণ্ডলা বারবার উঁকি দিচ্ছে।
দেবদাসের অশ্রুর ফোঁটার মতো বৃষ্টি চারপাশে,
দেবদারু শাখায় শাখায় তার উন্মোচনের রহস্য,
একা ভিজি। একা কাঁদি। একা লিখি।
কাউকে বলতে পারি না--
পেয়ে হারানোর ব্যথা কত ঘন কত গভীর কত নির্মম।
পরিহাস গুছিয়ে নিয়ে বৃষ্টির আঙুল ধরে পথে নামি,
আরণ্যক পথ আজও বুক পেতে দেয়...

             ************

SUDIPTA BANDYOPADHYAY.
7P/1,RAM ROAD, SARSUNA,
KOLKATA-700061.
(9432222463-phone.)