কবিতা- মৃত্যুঞ্জয় হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 17, 2020

কবিতা- মৃত্যুঞ্জয় হালদার



 মহামারী



ঘুম নাকি চুরি যায় চুপ কথা শেষে
আমি যে কখন হারাই অচেনা কোন দেশে!
শরীরে শরীর জাগে জোয়ার যখন আসে
আনন্দ আক্ষেপে রাত বিষণ্ণতায় ভাসে।
তুমি জাগো জোনাকির জ্বলা নেভা দেখে
আমি জাগি রাত ভোর রূপ-রঙ মেখে।
কোন ঘোরে ঘুম ভরে সুখ সমাবেশে
কোন পরী সুন্দরী স্বপ্নতে মেশে।
আগেভাগে আসতো সে স্বপ্নতে একা
এখন সে গেছে ভুলে পাই না তো দেখা।
আজীবন সেই সুখে অসুখ যে ভারি
আজও বই বেদনায় ব্যথা মহামারী!
........................................................✍️

 মৃত্যুঞ্জয় হালদার
গড়িয়া, কলকাতা- ৮৪
হোয়াটসঅ্যাপ নম্বর- ৭৫৯৫৯১২২০৬