কবিতা: দেবীপ্রসাদ পাঁজা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 17, 2020

কবিতা: দেবীপ্রসাদ পাঁজা






একটি ছত্রাক 



নাগরিক সন্ধ্যায় ভাঙা লন্ঠনটা আবার আজ জ্বালালাম,
তুমি আসবে বলে, তালাই পেতে রেখেছিলাম,
তুমি এলে, বসলে কখন যে সন্তর্পণে!
সেই ছোট্ট অভ্যাসে কয়েকবার ইকিড়মিকিড় চামচিকিড়।

দু'কলি রবিঠাকুরের মাঝে ভিজিয়ে গেল একঝাপটায় 
জানালার পাশে তোমার ফর্সা দুটি পা।
তুমি হাসছ এক মায়াবী হাসি আর আমি ভুলে যাচ্ছি, 
কোন এককালে তোমার কেও ছিলাম কিনা...

সেদিন শেষরাতে লন্ঠনের সলতে উস্কাতে গিয়ে দেখি,
সব কিছু ডিঙিয়ে এগিয়ে আসছে একটা ছত্রাক;
হঠাৎ নিভিয়ে দিল আমার প্রিয় লন্ঠনটা।
'সম্পর্কের শবে' নতুন আশ্রয় পেয়ে তার কি আনন্দ!

হয়ত সব সম্পর্কেই ছত্রাক জমে একদিন।
শব দেহ ছুঁয়ে ছুঁয়ে আছি, পথ আছে আমাকে ছুঁয়ে,
ছত্রাক লেপ্টে আছে যে, দাহ হবেনা মোড়লের আপত্তি।
বহুচর্বিত মাঠের ঘাসে বিলিন হচ্ছে অবশিষ্ট মায়া...

সামনে দ্যুতি ছড়িয়ে এগিয়ে আসছে এক ফেরেশতা।
আজ সত্যি হাজির জিব্রাইল, হাতে বিচারের দলিল।
শারীরিক আভায় আবছা কিছু শব্দ..
'ছোট্ট বুকে জমে থাকা শস্য ভান্ডারে নিজেকে পুঁতে ফেলো
নইলে মাটির অন্ধকারে আরেকটা মোড়ক উন্মোচিত হবে'।

সেদিন সকালের আলোর রেনু হয়ে আমার বারান্দায়
একটা ছত্রাক, সযত্নে রাখা লন্ঠনের সামনে আবার মাথা তুলছে।


=================


দেবীপ্রসাদ পাঁজা
গ্রাম-চেংশোল
পো-- পিংবনী
জেলা--পশ্চিম মেদিনীপুর
মোবাইল 8250079237
9733595182