কবিতা : সুমন দিন্ডা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 17, 2020

কবিতা : সুমন দিন্ডা


মহাকবিতার জন্মের অপেক্ষায়

-----------------------------------------------------------

অক্ষরগুলো লকডাউনে থাকতে থাকতে 
কেমন যেন নিয়ন্ত্রণহীন আলোর মতো
লাফিয়ে চলেছে সমস্ত ছায়ার আলপনা।
সবকিছু মরীচিকা মনে হয় এসময়,
বেঁচে থাকাটা বিলাসিতা না প্রাপ্ত অধিকার 
বুঝতে না পেরে মুখোশে ঢুকে পড়ি, 
আমাকে বয়ে নিয়ে চলে অক্ষরের ছায়া।

আপাতত ওদের নিয়েই কাটছে সময়,
জানলার কোলে বসে রোদের খুনসুটি দেখি
আর কায়াহীন অক্ষরগুলো সেলাই করতে করতে 
উঠে আসে এক ভাগ্যহীন নকশী ইতিহাস। 
যাদের যাত্রা শুরু রেললাইন ধরে খালি পায়ে,
কয়েকশো মাইল দূরে ওই যে তাদের হৃদয়
জ্বলছে আর নিভছে জোনাকির মতো।
পরিযায়ী উপাধি মুছে ফেলতে তাদের 
আরও কতগুলো জন্ম বলি দিতে হবে কে জানে? 

শরীর কাটতে কাটতে এগিয়ে আসছে যে ট্রেন 
তার বাঁশির শব্দে মৃত্যুগুলো ধ্বংস হোক
যাতে স্টেশনে এসে কোয়ারেন্টাইন জীবন
তাদের একঘরে আইসোলেশনে না পাঠিয়ে দেয়। 

এসো দিনান্তের সবুজ, শক্তি দাও অক্ষরের বুকে
যাতে পৃথিবীকে মহামারীমুক্ত করে সে
একটা মহাকবিতার জন্মের সাক্ষী হতে পারে।

================




সুমন দিন্ডা
গ্রাম + পোস্ট + থানা - নামখানা
জেলা- দঃ ২৪ পরগনা
পিন- ৭৪৩৩৫৭
ফোন- ৯৭৩৫৭০৫০২৮