কবিতা // দীপ্তেন্দু বিকাশ ষন্নিগ্রহী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 17, 2020

কবিতা // দীপ্তেন্দু বিকাশ ষন্নিগ্রহী




বিশ্বাসে 



এখন কি অভিমানের সময়
দেখো পাহাড় লজ্জা পাচ্ছে, নদী এমনকি মাটিও
সন্দেহি বাতাস ঢুকে যাচ্ছে কানে
মুগ্ধ হও মুগ্ধ৷ হও তোমাকে মুগ্ধ হতেই হবে..

সাদা কাগজের মত মাঠ, চেনা রোদ
আধশুকনো নদীর ভেতর থেকেও 
এক এক সময় বয়ে আসে শীতল বাতাস
এরা কেউ এখনো হারেনি

আজ যখন রাস্তায় এলাম
সব ভয় কেটে গেছে রোদে 
নিশ্চিন্তে পাখিরা তার উপরে কতযুগ পর
নিজস্বতাই একটা ঠিকানা বোধহয়.. 

  একদিন সবাই নিকটে অথবা ছন্দে
একসুরে গান বাজবে সমস্ত  জলসায়
ভিড় ঠেলে ছুটে এসে চমকাবো লহমায়
কত দূরে যেতে পারি আর...

=====০০=====