কুমারেশ তেওয়ারীর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 17, 2020

কুমারেশ তেওয়ারীর কবিতা

ভাতফুল

 
















ভাতের থালার কাছে বসে দেখলে ভাত কই!
সাদা ফুল ফুটে আছে থালার বাগানে
ফুলের ভেতরে থাকা রেণু
খেয়ে যাচ্ছে মৌমাছি, প্রজাপতিরা

সেই বাগানেই এক নিরন্ন মানুষ
ক্রমাগত ভাত চায়, খিদের গোঙানি 
তারই পাশ দিয়ে চলে গেলে তুমি দেখতে পেলেনা

তোমার দুচোখ থেকে বেগবান দুটি ঘোড়া, আর
নৃত্যরত দুটি বিদেহী ময়ূর বের হয়ে এসে 
সমস্ত বাগানময় কৌশল ছড়ায়

একবার ঘোড়ার দৌড়ের দিকে চোখ
একবার ময়ূরের নৃত্যের ভেতরে গিয়ে বসে থাকলে তুমি

ভাতের থালার সাদা ফুলগুলি শুধু
খিদের ভেতরে গিয়ে জ্বলে উঠলো ধূ ধূ