কবিতা -- সুজিত কুমার পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 17, 2020

কবিতা -- সুজিত কুমার পাল




 বেঁচে থাক প্রাণে



মেঘেরা মেলেছে ডানা করে শুধু আনাগোনা 
        নীলাকাশ ছেয়ে যায় বৃষ্টির ঘ্রাণে।
বাদল নেমেছে তীরে পাখিরা গিয়েছে নীড়ে 
          মাদল বেজেছে প্রাণে প্রাণে।। 
ভিজেছে চোখের পাতাপড়ে থাকে নীল খাতা
    শব্দেরা গেছে ভুলে কবিতার কথা।
সঘন গগন সাজে   মন নেই কোন কাজে
        প্রাণেতে জেগেছে বড়  ব্যথা।।
কান্না অঝোরে ঝরে   তার কথা মনে পড়ে 
        হৃদয় মেদুর হয় বর্ষার রাতে। 
মন বলে ফিরে আয়   যন্ত্রণা তত পাই 
          তবু হাত রাখে না হাতে। 

অপরাজিতার বনে   মন শুধু জাল বোনে 
      সুশোভন হয়ে ওঠে কদম্বের ফুল।
তারপর সন্ধ্যা নামে   প্রেমহীন ধরা ধামে 
           মনে হয় সব যেন ভুল।। 

   মন-প্রাণ চেয়ে রয়   যন্ত্রণা সবই সয় 
       মরেও মরে না বৃথা আশা। 
হারিয়েছি আমি সব  পড়ে থাকে স্বপ্ন সব 
      তবু বেঁচে থাক ভালোবাসা।।

==================
 সুজিত কুমার পাল
লাভপুর পুরাতন বাসস্ট্যান্ড 
ডাকঘর লাভপুর 
জেলা বীরভূম 
731303
মোবাইল 9932234330