Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

কবিতা ।। প্রিয়াঙ্কা কুণ্ডু




নিঃসঙ্গ যন্ত্রণা

                      

শূন্য স্বার্থপরতা পিষে যায় ট্রেনের নিম্নাঙ্গে,
দু'মুঠো হিংসা মাটি খোঁড়ে ভাতের দাবানলে।
মূর্ত মৌনতা বুঝি শীতল প্রতীক চেনে!
স্নিগ্ধ কায়াও গল্প লেখে বুকের আগুনে।

কয়েকটা দুরাশা পদচিহ্ন মোছে আকস্মিক!
স্তব্ধ এক বিরাট শ্রান্ত চিৎকার দলছুট।
ব্যর্থ বিকেলের টানে প্রেমিক দলাপাকা শরীর।
মৃত্যু তবু চুপিসারে হাঁটে জমা চিন্তার গায়ে।

পরিস্কার চাঁদের গহ্বরে জমা কোটি ইতিহাস,
কবরে হাঁটে প্রতিনিয়ত অবাধ্যের ফাঁকা শোকে।
ধূর্ত দেওয়ালে অপ্রিয় অরণ্য চেঁচায়—
হারানো শঙ্খচিলের উত্তাল আকর্ষণে।

ভাঙা কাঁচের মতো গুঁড়ো গুঁড়ো অপ্রাপ্তি,
ছিঁড়ে দেয় নিমেষে সাদাকালো অহংকার।
অসহায় নাবিক ঢেউয়ে ভাসে পুনরাবৃত্তির,
জাহাজ ভুলে যায় চেনা যন্ত্রণার ওঠা-পড়া।

ডাস্টবিনে পড়ে থাকা কত সহজ আত্মদর্শন—
গোধূলির প্রেমে ভোলে তৃষ্ণার্তের করুণ শোক।
অবক্ষয়িত ঘুণ ধরে একাকী ক্ষীণ জীবনে,
অবিন্যস্ত অশ্রুজল কেনে টুকরো দুর্দশা।

আক্ষরিক গভীরতা, মেঘ গাঢ় চাঁদের মাঝে,
ভঙ্গুর প্রলাপকথা অনাদরের পর্দা টানে।
উদাসীন প্রয়োজন জাপটে ধরে ক্ষয়িষ্ণুকে।
আলো গোঙরায়, মূর্ছিত কুয়াশার অভ্যাসে।

পরাজিত স্রষ্টা, বিতাড়িত জনহীন যানজটে,
বিষাদ বিশেষ স্বাদে দুঃসময় ডাকে।
আস্থার নক্ষত্রে উষ্ণতার চাপা অভিসন্ধি,
এলোমেলো আদর, বাড়ন্ত শরীর-কাপড়ে।

===============

প্রিয়াঙ্কা কুণ্ডু,
দিলীপ কুণ্ডু,
গ্রাম—ছোটডোঙ্গল,
পোস্ট অফিস—বালীদেওয়ানগঞ্জ,
থানা—গোঘাট,
জেলা—হুগলি।

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত