কবিতা -- শৈবাল মজুমদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 17, 2020

কবিতা -- শৈবাল মজুমদার

















কথার কথা



অনেক অকারণ কথা বলা হয়ে গেছে
শব্দ শব্দ শুধুই শব্দের শব...কতো কথা
নিঃশব্দে ওত পেতে বসে আছে দাঁতের আড়ালে
সে সব কথা বললেই সারা পৃথিবীতে যুদ্ধ বেঁধে যাবে
তাই বলি না

অনেক কথাই বলা হয়ে ওঠেনি দিনশেষে
ছিঁড়ে গেছে পান্ডুলিপি যতো....কবিতার অক্ষরমালা
ভেসে গেছে এলোমেলো ভুল নদীস্রোতে
পাখীরাও কপালের ঘাম মুছে
ঠোঁটে তুলে নিয়ে গেছে স্মৃতির বিষাদ

অনেক জরুরী কথাই নতুন ভাষায় বলা খুব দরকার
শব্দর গায়ে লেগে থাকা পাঁক আর পাপের দাগ মুছে
পতাকা আঁকার সময় এসে গেছে উঠোনের মাঝখানে
আর এইসব কথা ও কাজ ঘোরতরভাবে শুরু হয়ে গেলেই
পৃথিবীর সব যুদ্ধ চিরকালের মতো থেমে যাবে
যাবেই...