কবিতা ।। সুমন কুন্ডু - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 17, 2020

কবিতা ।। সুমন কুন্ডু



 সংক্রামিত সময়ের ভাবনাগুচ্ছ


তামাম মৃত্যু ভরে রাখছে কাচের বয়াম। নির্বিকার লালা। আত্মবিশ্বাসের ভাত কাজ হারিয়েছে।

 ঈষৎ সিনেমাপ্রবণ বাতচিতে উঠে আসছে নিরামিষ ভাতা ও পরিযায়ী প্রসঙ্গ

 সংখ্যাতত্ত্বের উলটো পিঠে জলভরা ডাব 

 রাজনৈতিক মিউজিয়ামের সুবর্ণ সমীকরণে নাগরিক যোজনার রুপোলি রেখা জীবন্ত জীবাশ্ম

খিদে মিটবে না জেনেও বাড়ি ফিরতে চাইছে কেউ

ষোলটা বলদ, গভীর রাত, ট্রেন আসছে

 খুদা গাভা...রক্তপীঠের গ্যালারিতে দাফন ভীষ্ম

 তীব্র বমির ইচ্ছে নিয়ে চিন্তাভাবনা অবশ করে দিচ্ছে উগরে না দেওয়ার অসহায়তা

হে কবিগুরু, প্রেরণার কথা কিছু বলুন আজ। এই বধ্যভূমির হাহাকার যেন নপুংসকতার ককটেল

  ভাইরাসের ছোবল থেকেও যা থমথমে, দমবন্ধ


=============

 সুমন কুন্ডু
  আতপুর , শ্যামনগর 
 উত্তর 24 পরগনা, 743128 
 পশ্চিমবঙ্গ